Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ জানুয়ারি ২০২৩

চেয়ারম্যান

 

 

অধ্যাপক ডাঃ অশোক কুমার পাল

চেয়ারম্যান (চলতি দায়িত্ব)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৭ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশনের বিশিষ্ট নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অশোক কুমার পাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) পদে নিয়োগ প্রাপ্ত হন। চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পূর্বে তিনি কমিশনের সদস্য (জীববিজ্ঞান) হিসেবে কমিশনের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কার্যক্রমে অবদান রেখেছেন।

অধ্যাপক ডা. অশোক কুমার পাল ১৯৬৫ সালে সাতক্ষীরা জেলার তালা থানার কানাইদিয়া গ্রামের সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১লা মার্চ, ১৯৯০ সালে মেডিকেল অফিসার হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস, খুলনা-এ যোগদান করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সনে নিউক্লিয়ার মেডিসিনের উপর স্নাতকোত্তর ডিপ্লোমা লাভ করেন।  আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ও অন্যান্য সংস্থা থেকে প্রাপ্ত ফেলোশিপ-এর মাধ্যমে যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানী, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভারত, কোরিয়া, চীনসহ বেশ কয়েকটি দেশ হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দেশী ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১০০ টিরও বেশী গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি চিকিৎসাসেবা ও গবেষণার পাশাপাশি চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। তিনি দীর্ঘকাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস, খুলনা এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালে Society of Nuclear Medicine, বাংলাদেশ কর্তৃক “Young Scientist Award” লাভ করেন। তিনি একজন মেধাবী চিকিৎসক, গবেষক ও শিক্ষকতা পেশায় নিবেদিত ব্যক্তি।

প্রশাসনিক দক্ষতার পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেমন: সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশ (SNMB), বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসানোগ্রাফি (BSU), বাংলাদেশ থাইরয়েড এসোসিয়েশন (BTA), বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (BMA), ইত্যাদি। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক নিউক্লিয়ার মেডিসিন সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তিনি আন্তর্জাতিক সভা, সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং ও বৈজ্ঞানিক সফরে আমেরিকা, জার্মানী, ফিলিপাইন, জাপান, ভারত, কোরিয়া, চীন ইত্যাদি দেশ সফর করেছেন। তিনি কমিশনের চিকিৎসা সেবা ও গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর গবেষণার তত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন। ব্যাক্তিগত জীবনে অধ্যাপক ডা: অশোক কুমার পাল এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।