Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০১৯

ইনস্টিটিউট অব পরমাণু খনিজ

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯
ফোন: +৮৮-০২-৭৭৮৯৩৩৮
ই-মেইল: grasulgeo@yahoo.com

google-maps-abogados

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব পরমাণু খনিজ  মূলতঃ বাংলাদেশের ভূতাত্ত্বিক কাঠামোর মধ্যে পারমানবিক খনিজ অনুসন্ধান ও গবেষণা কাজে নিয়োজিত। এছাড়াও, এ ইউনিট বিভিন্ন ভূ-তাত্ত্বিক, ভূ-পরিবেশগত, ভূ-পদার্থিক লগিং, একাডেমিক এবং জিআইএস সংশি¬ষ্ট কার্যক্রমের সাথে জড়িত। পাশাপাশি, তেজস্ক্রিয় টেকনোলজি প্রয়োগের মাধ্যমে খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নে সেবা প্রদানে এ ইউনিট নিয়োজিত আছে।

চলমান গবেষণা কর্মসূচীঃ

 ১.    বাংলাদেশের সম্ভবনাময় এলাকায় ইউরেনিয়ান, থোরিয়াম ও অন্যান্য সংশ্লিষ্ট মূল্যবান মেটাল সমৃদ্ধ তেজস্ক্রিয় খনিজ অনুসন্ধান।
২.    রুপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প এলাকায়  ভূ-পদার্থিক সার্ভের মাধ্যমে সাইটিং এর কাজ।
৩.    বিভিন্ন প্রতিষ্ঠানকে তেজস্ক্রিয় বোরহোল লগিং ও সারফেস রেজিষ্টিভিটি-এর সেবা প্রদান।
৪.    তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয়তাবিহিন বিভিন্ন শিলা ও মাটির নমুনার খনিজতাত্ত্বিক ও ভূরাসায়নিক বিশে¬ষণ।
৫.    ভূ-পরিবেশগত পরিবর্তনের কারণে তেজস্ক্রিয় উপাদান ও ভারী মেটাল দ্বারা জিওস্ফিয়ার দূষণ।
৬.    সম–দ্রের পানি, বালি ও প্রানীজগতের নম–না সম–হের তেজস্ক্রিয়তা নির্নয়।
৭.    বিভিন্ন  উৎসের নম–না সম–হের তেজস্ক্রীয়, ভারী মেটাল ও অন্যান্য ট্রেস উপাদানের উপস্থিতি নির্ণয়।

 

কেন্দ্রের প্রধান প্রধান সুবিধা সমুহঃ

গবেষণাগার প্রধান যন্ত্র
ভূ-পদার্থিক অনুসন্ধান গবেষণাগারঃ
 • ভূ-পদার্থিক লগিং ইউনিট
 • আর্থরেজিষ্টিভিটি মিটার
 • সিনটেলেশন সার্ভে মিটার
ভূ-রাসায়নিক গবেষণাগারঃ
 • বল মিল
 • ব্রোমোফরম সেপারেশন ইউনিট
 • আইসোডাইনামিক সেপারেটর
মিনারোজিক্যাল গবেষণাগারঃ
 • এক্সআরএফ এনাইজার
 • পোলারাইজিং মাইক্রোসকোপ
 • সিভ সেকার
 • হ্যান্ড অগার সেট

 

                                   

               চিত্রঃ রূপপুর এ ভূ-পদার্থিক লগিং- ২০১৫                       চিত্রঃ এক্সআরএফ এনাইজার

                                   

                 চিত্রঃ আইসোডাইনামিক সেপারেটর                          চিত্রঃ পোলারাইজিং মাইক্রোসকোপ

 

মাঠ পর্যায়ে খনিজ অনুসন্ধান ও জরীপঃ

 • ভূতাত্ত্বিক জরিপ
 • তেজস্ক্রিয়  জরিপ
 • সারফেস রেজিষ্টিভিটি জরিপ
 • স্পেক্টোফটোমেট্রিক জরিপ
 • বোরহোল ভূপদার্থিক লগিং

খনিজ অনুসন্ধানের ল্যাবরেটরি  পদ্ধতিঃ 

 • পেট্রোগ্রফিক  স্ট্রাডি
 • মিনারোজিক্যাল স্ট্রাডি
 • ভূ-রাসায়নিক স্ট্রাডি
 • স্পেক্টোফটোমেট্রিক পরীক্ষা
 • ম্যাগনেটিক   খনিজ পৃথকীকরণ
 • খনিজের উপাদানের বিশে¬ষণ
 • ব্রোমোফরমের সাহায্যে খনিজ পৃথকীকরণ
 • খনিজ বালির আকার বিশে¬ষণ
 • খনিজ চুর্নিকরণ
 • ভারী খনিজ সনাক্তকরণ
 • কাঁচাবালিতে ভারী খনিজের শতকরা হার নির্ণয়
 • প্রতিটি খনিজের ভৌত গুনাবলী নির্ণয়

সেবাঃ

 • বিভিন্ন প্রতিষ্ঠানকে তেজস্ক্রিয় বোরহোল লগিং (নেচারাল গামা, ডেনসিটি, এসপি, রেজিস্টিভিটি, আর্থরেজিস্টিভিটি, কেলিপার, টেম্পারেচার)  ও অনুসন্ধানমূলক ড্রিলিং -এর সেবা প্রদান।
 • তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয়তাবিহিন বিভিন্ন শিলা ও মাটির নমুনার খনিজতাত্ত্বিক ও ভূরাসায়নিক বিশ্লেষণ।
 • প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বায়ু, মাটি ও পানিতে পরমাণু প্রযুক্তি ব্যবহার করে তেজস্ক্রীয়, ভারী মেটাল ও অন্যান্য ট্রেস উপাদানের উপস্থিতি নির্ণয়।